পুঁজিবাজার প্রতিবেদক: সম্প্রতি মান ইন্টারন্যাশনাল ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি গ্রুপ বীমা সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মান ইন্টারন্যাশনালের জন্য বীমা পলিসি সুবিধা প্রদান করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মান ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান এবং ব্যবস্থাপক মোঃ ইব্রাহীম সরদার উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মূখ্য নির্বাহী কর্মকর্তা ডাঃ কিশোর বিশ্বাস, ঊর্ধ্বতন ব্যবস্থাপক মোঃ তাবিন বাশার এবং সহকারী ব্যবস্থাপক মোঃ আশেকুর রহমান।
এই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং মান ইন্টারন্যাশনালের সংশ্লিষ্ট সদস্যরা গ্রুপ বীমার আওতায় উন্নত নিরাপত্তা ও সুবিধা উপভোগ করতে পারবেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত