পুঁজিবাজার প্রতিবেদক: বিশ্বে প্রথমবারের মতো "জলবায়ু ভিসা" চালু করেছে অস্ট্রেলিয়া। জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়া দ্বীপরাষ্ট্র টুভালুর নাগরিকদের জন্য বিশেষ এই ভিসা প্রোগ্রাম চালু করেছে দেশটি। ভিসাধারীরা স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাসের সুযোগ পাবেন। খবর বিবিসির।
চলতি মাসের ১৬ জুন থেকে প্রথমবারের মতো জলবায়ু ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ১৮ জুলাই পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে। প্রথম দফায় ইতিমধ্যে টুভালুর এক-তৃতীয়াংশেরও বেশি নাগরিক এই ভিসার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
এই বিশেষ ভিসা প্রোগ্রামের আওতায় প্রতিবছর র্যান্ডম পদ্ধতিতে টুভালুর মাত্র ২৮০ জন নাগরিককে ভিসা দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে শুধু টুভালুর বাসিন্দারাই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় নিয়ে বিশ্বের অন্যান্য দেশগুলোও ভবিষ্যতে এ ধরনের মানবিক ও পরিবেশকেন্দ্রিক অভিবাসন কর্মসূচি চালু করতে পারে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত