পুঁজিবাজার প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “জুলাই অপরাধীদের তালিকা না দেওয়াও এক ধরনের অপরাধ। সেই অপরাধের দায় নিয়েই যদি ৩৬ জুলাই পালিত হয়, তবে ইতিহাস কখনো সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপির কাউকে ক্ষমা করবে না।”
রোববার (৩০ জুন) বিকেলে ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ের বিজয় মিলনাতনে আয়োজিত ‘জুলাই অপরাধীদের তালিকা না দেয়ার কারণ ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নতুন দল গঠনের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নব্য ফ্যাসিবাদের দিকে এগিয়ে চলেছে। যে কারণে জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করলেও, অপরাধীদের তালিকা প্রকাশ না করে জাতির সঙ্গে প্রতারণা করছে। ভবিষ্যতে এই প্রতারণার চরম মূল্য তাদের দিতে হবে। কারণ, ইতিহাসকে কেউ কোনো দিন বোকা বানাতে পারেনি।”
তিনি আরও বলেন, “জনগণকে হয়তো কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা যায়, কিন্তু ইতিহাস সবসময় সত্য প্রকাশ করে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দ্রুতই জুলাই অপরাধীদের তালিকা প্রকাশ এবং তাদের বিচারের জন্য একটি নতুন কমিশন গঠন করাই হবে সময়োপযোগী সিদ্ধান্ত।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সদস্য হরিদাস সরকার প্রমুখ।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত