বিনোদন ডেস্ক: নব্বই দশকের ঢালিউড কাঁপানো জনপ্রিয় নায়িকা শাবনূর—আজও যিনি রয়ে গেছেন দর্শকের হৃদয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে। জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থায় তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, তবে তার ফ্যান-ভক্তদের ভালোবাসায় কখনোই ভাটা পড়েনি। সেই ভালোবাসার টানেই বহু বছর পর আবার ফিরেছিলেন অভিনয়ে, ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে।
২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হয় ‘রঙ্গনা’র শুটিং। এক মাসের মধ্যেই অর্ধেকের বেশি কাজ শেষ করে অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। তবে এরপর দীর্ঘ ১৪ মাস কেটে গেলেও থেমে থাকে সিনেমার গতি। চলতি বছরের ৮ আগস্ট থেকে আবার শুটিং শুরুর কথা থাকলেও দেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও নানা জটিলতায় তা সম্ভব হয়নি।
পরবর্তীতে পারিশ্রমিক সংক্রান্ত কিছু ভুলবোঝাবুঝি নিয়ে গুঞ্জন উঠে—'রঙ্গনা' থেকে নাকি সরে দাঁড়িয়েছেন শাবনূর! তবে সে গুঞ্জনে নিজেই ইতি টানেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করে জানান, “আমি এখনো রঙ্গনার সঙ্গে যুক্ত আছি।”
সিনেমার পরিচালক আরাফাত জানান, “এমন অনেকেই বলছে সিনেমার কাজ আর হচ্ছে না—এটি একেবারেই ভুল। শাবনূর আপার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। সব ঠিক থাকলে আগামী নভেম্বরে আমরা শুটিং পুনরায় শুরু করব।”
শাবনূরের ঘনিষ্ঠ মহলও নিশ্চিত করেছে, তিনি শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন ক্যামেরার সামনে ফেরার জন্য। ঢালিউড ভক্তদের জন্য এ যেন এক নতুন প্রত্যাশার বার্তা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত