পুঁজিবাজার প্রতিবেদক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। দেশের গ্রাহকদের জন্য আরও সহজ ও নিরাপদ লেনদেনের সুযোগ তৈরি করতে এই সেবা চালু করেছে সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসা। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন।
গুগল পে ব্যবহারে গ্রাহকরা মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো সময় ও স্থান থেকে দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন। শুধু ব্যক্তিগত লেনদেন নয়, এই অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল পরিশোধ, ই-কমার্স সাইটে পেমেন্টসহ নানান ধরনের ডিজিটাল সেবাও গ্রহণ করা যাবে।
গুগল পে ব্যবহারের জন্য প্রথমেই অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এরপর ব্যবহারকারীকে তার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে এবং ব্যাংকের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার জন্য অ্যাপে থাকা "Add Bank Account" অপশনে গিয়ে গ্রাহক তার ব্যাংক নির্বাচন করবেন। এরপর অ্যাপ নিজেই মোবাইল নম্বর যাচাই করে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করে দেবে। সফলভাবে যুক্ত হলে ব্যবহারকারী বিভিন্ন সেবায় লেনদেন শুরু করতে পারবেন।
দোকান বা মার্চেন্টে পেমেন্টের জন্য অ্যাপের QR কোড স্ক্যান অপশন ব্যবহার করা যাবে। অন্যদিকে ব্যক্তিগতভাবে টাকা পাঠাতে মোবাইল নম্বর বা ইউপিআই আইডি ব্যবহার করে খুব সহজেই লেনদেন করা যাবে।
লেনদেনের সময় প্রতিবার পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে গুগল পে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া ব্যবহারকারীর সমস্ত তথ্য গোপন রাখা হয় এবং ব্যাংকিং নিরাপত্তা মান বজায় রাখা হয়।
প্রাথমিকভাবে সিটি ব্যাংক সহ কিছু নির্দিষ্ট ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত থাকলেও, ভবিষ্যতে আরও ব্যাংক ও প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশে গুগল পে চালু হওয়াকে ডিজিটাল অর্থনীতির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি শুধু নগদহীন লেনদেনকেই উৎসাহিত করবে না, বরং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত