পুঁজিবাজার প্রতিবেদক: সম্প্রতি ব্রাইট লাইফ বাংলাদেশ লিমিটেড ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে একটি পারস্পরিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ব্রাইট লাইফের পলিসি গ্রাহকরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।
চুক্তি অনুযায়ী, গ্রাহকরা হাসপাতাল সেবায় ক্যাশব্যাক, ডায়াগনস্টিক টেস্টে বিশেষ ছাড়, স্বাভাবিক কিংবা দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুবিধাসহ আরও নানা সেবা উপভোগ করবেন। এর ফলে ব্রাইট লাইফ ব্যবহারকারীরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বীমা কভারেজ সুবিধার মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থায় আর্থিক সুরক্ষা লাভ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাইট লাইফ বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাইন উদ্দিন, পরিচালক মোঃ জহিরুল ইসলাম এবং পরিচালক ইব্রাহিম খলিল ফিরোজ। এছাড়া প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ কিশোর বিশ্বাসও উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্ব দেশের স্বাস্থ্যসেবা ও বীমা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত