পুঁজিবাজার প্রতিবেদক: বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত হলো নতুন মাত্রা—অবশেষে চালু হলো গুগল পে। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য চালু হওয়া এই সেবার মাধ্যমে এখন থেকে স্মার্টফোনে ‘ট্যাপ করে’ সহজেই দেশি-বিদেশি লেনদেন সম্পন্ন করা যাবে।
মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে গুগল পে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
এই উদ্যোগ বাস্তবায়নে একযোগে কাজ করেছে গুগল, সিটি ব্যাংক, মাস্টারকার্ড ও ভিসা।
গভর্নর বলেন, “বাংলাদেশে গুগল পে’র উপস্থিতি আমাদের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করবে। অনেকেই মনে করেন, এ ধরনের প্ল্যাটফর্ম বিদেশিদের জন্য সুযোগ তৈরি করে অর্থ পাচারের পথ খুলে দেয়। আমি এই আশঙ্কার সঙ্গে একমত নই। বরং এটি অর্থনীতিতে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।”
শুরুর পর্যায়ে কেবলমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড বা ভিসা কার্ডধারী গ্রাহকরাই গুগল ওয়ালেটের মাধ্যমে গুগল পে ব্যবহার করতে পারবেন। ধাপে ধাপে অন্যান্য ব্যাংকের কার্ডও এই সুবিধার আওতায় আনা হবে।
স্মার্টফোনভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থায় অ্যান্ড্রয়েড ফোন, এনএফসি সুবিধা ও গুগল ওয়ালেট অ্যাপ থাকলেই যে কেউ নিরাপদ লেনদেন করতে পারবে। আর এর জন্য ব্যবহারকারীদের কাছ থেকে গুগল কোনো বাড়তি চার্জ নেবে না।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের পেমেন্ট ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে। আমরা গর্বিত যে গ্রাহকদের জন্য বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দিতে পেরেছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।
গুগল পে ব্যবহার করতে হলে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ওয়ালেট অ্যাপ ডাউনলোড করে সেটআপ করতে হবে। তারপর সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড যোগ করে তা এনএফসি সুবিধা চালু রেখে ট্যাপ টু পে ফিচারটি ব্যবহার করা যাবে।
প্রধান ধাপগুলো হলো:
বিশ্লেষকরা মনে করছেন, দেশের প্রায় ৯৫% স্মার্টফোন ব্যবহারকারী অ্যান্ড্রয়েড চালানোর কারণে গুগল পে দ্রুত জনপ্রিয়তা পাবে। এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত সুবিধাই নয়, আর্থিক অন্তর্ভুক্তি ও ক্যাশলেস লেনদেন সংস্কৃতিকে আরও বেগবান করবে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত