পুঁজিবাজার প্রতিবেদক: সম্প্রতি রাজধানীর বিখ্যাত হোটেল ‘বিগ অ্যাপেল রেস্তোরা এন্ড পার্টি সেন্টার’-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘বন্ধুদের আড্ডা’-র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী এই মিলনমেলায় অংশ নেন সারা বাংলাদেশ থেকে আগত গ্রুপটির সদস্যরা। দীর্ঘদিনের অনলাইন বন্ধুত্ব এবার রূপ নেয় প্রাণবন্ত এক অফলাইন মিলনমেলায়।
গ্রুপটির অন্যতম প্রধান নির্বাহী ফিরোজ হোসেন। তিনি বলেন, "এই বন্ধুত্বের বন্ধন শুধু আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে এটি মানবতার সেবায়, বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে যুক্ত হবে—এই আমাদের মূল লক্ষ্য।" এছাড়াও তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আনন্দঘন এই আয়োজনে শেষে ছিল মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয় অনুষ্ঠানস্থল। বিশেষ করে শিল্পী শামান্তা শাহীন তাঁর পরিবেশনায় দর্শক-শ্রোতাদের হৃদয় জয় করে নেন। তাঁর গাওয়া জনপ্রিয় গান “তুমি বন্ধু কালা পাখি”, “ফেসবুক ম্যাসেঞ্জারে কি ম্যাসেজ পাঠাইলা”, “তেরে আখিয়া কা ইয়ো কাজল” মঞ্চে এনে দেয় প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস।
গ্রুপের সদস্যদের মতে, এমন আয়োজন শুধু সম্পর্ককেই দৃঢ় করে না, বরং সমাজের প্রতি দায়বদ্ধতাও বাড়িয়ে তোলে। ভবিষ্যতেও ‘বন্ধুদের আড্ডা’ এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত