পুঁজিবাজার প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানকে তৃতীয় মেয়াদে পুনঃনিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
মঙ্গলবার (১৭ জুন) আইডিআরএ’র পরিচালক (উপসচিব) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, নিয়োগ কার্যকর হবে ইস্যুর তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য।
এর আগেও এসএম নুরুজ্জামান সফলতার সঙ্গে দুই মেয়াদে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মেয়াদেও তিনি একই পদে দায়িত্বে ছিলেন।
বীমা খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০১৩ সালের ১ নভেম্বর তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে জেনিথ ইসলামী লাইফে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর পদে পদোন্নতি পান। অ্যাডিশনাল এমডি থাকাকালেই সিইওর চলতি দায়িত্ব পান তিনি।
পেশাগত জীবন শুরু করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে। এরপর ফারইস্ট ইসলামী লাইফে এক যুগ ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চলতি দায়িত্বও পালন করেন। পরে বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (উন্নয়ন প্রশাসন) হিসেবে কাজ করেছেন।
এসএম নুরুজ্জামান শুধু বীমা শিল্পেই নন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। ইসলামী বীমা ব্যবসার ওপর গবেষণাধর্মী লেখালেখিও করে থাকেন তিনি। এছাড়া ভারত, নেপাল, সিঙ্গাপুর, মালদ্বীপ, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামে ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. আবদুল কুদ্দুস ছিলেন একজন শিক্ষক এবং মা জামিনা বেগম গৃহিনী। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত