পুঁজিবাজার প্রতিবেদক: স্বাস্থ্যসেবা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও স্কয়ার হাসপাতাল লিমিটেডের মধ্যে স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের জন্য একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২ জুন) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং স্কয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মো. এসাম এবনে ইউসুফ ছিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বেঙ্গল ইসলামি লাইফের স্বাস্থ্য তাকাফুল পলিসিধারীরা স্কয়ার হাসপাতালের মিরপুর, বনানী, উত্তরা ও সিলেট শাখায় ক্যাশলেস চিকিৎসাসেবা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হাসপাতাল নেটওয়ার্ক বিভাগের প্রধান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান (সুমন)।
অপরদিকে স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ ফয়সাল জামান এবং অর্থ ও হিসাব বিভাগের ভাইস প্রেসিডেন্ট বাবলু কুমার সিনহা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত