বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে দেশের উপকূলীয় ১৬টি জেলার নিম্নাঞ্চলে ২ থেকে ৪ ফুট উচ্চতার বায়ুচালিত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
আবহাওয়াবিদদের মতে, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলা এবং এর আশপাশের দ্বীপ ও চরাঞ্চলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে।
এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। এটি সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে দমকা হাওয়া ও মাঝারি মাত্রার ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে। ঘূর্ণাবর্ত কেন্দ্রের ৪৮ কিলোমিটার এলাকার মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দমকা হয়ে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে উপকূলবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
উপকূলবর্তী বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে জরুরি প্রস্তুতি নিতে বলা হয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত