জাপানের রাজধানী টোকিওতে আজ (২৯ মে) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)–এর প্রেসিডেন্ট তানাকা আকিহিকো।
সাক্ষাৎকালে তানাকা আকিহিকো বাংলাদেশের টেকসই ও সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে জাইকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জাইকা ভবিষ্যতেও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে জাইকার অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে উভয়পক্ষ মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (এমআইডিআই), শিল্পখাতের অগ্রগতি, প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ স্থাপন এবং তরুণদের জন্য সম্প্রসারিত সুযোগ নিয়ে আলোচনা করেন।
এছাড়া বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, জাইকার চলমান প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মীদের সুরক্ষা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত