স্টাফ রিপোর্টার: 'অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ' দেশের একটি বৃহৎ সামাজিক অধিকার সংগঠন যারা ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৪০ জেলায় সংগঠনটির প্রস্তাবিত "অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা" শীর্ষক একটি বিশেষ আইন প্রণয়নের দাবীতে ১ কোটি ৮০ লক্ষ অনুস্বাক্ষর গ্রহণ করেছে। গত ২৫শে নভেম্বর সংগঠনটি শাহবাগে এই আইনের দাবীতে ৩ মাস পূর্ব ঘোষিত একটি বড় সমাবেশ করতে গিয়ে সরকার ও মিডিয়ার ভুল ব্যাখ্যার কারণে সংগঠনটির নেতা থেকে শুরু করে গ্রামের নিরীহ নারী, পুরুষ, শিশু নির্বিশেষে হামলা, মামলা, জেল-জুলুম, আর্থিক ক্ষয় ক্ষতির শিকার হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক আ.ব.ম. মোস্তাফা আমীন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠকগণ।
স্থান: আব্দুস সালাম হল, তলা, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা
এড. হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন, জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক, জাসদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবল বাবলু, ভাসানী অনুসারী পরিষদ ও গণশক্তি পার্টি, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাসদ, মজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, এবি পার্টি, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, মাসুদ রানা, সমন্বয়ক, বাম জোট, আসাদুর রহমান খান, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত