নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তাদের নতুন উদ্যোগ ‘ট্রেড প্রসেসিং ইউনিট (টিপিইউ)’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে।
সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একক বক্তৃতায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে থাকা) মো. রাফাত উল্লা খান নতুন ইউনিটটির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী এবং মো. আসাদুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, সিএফও (চলতি দায়িত্ব) ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল ইসলাম, শরাফাত উল্লাহ, মো. নাজিম উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন,
“চট্টগ্রামে ‘ট্রেড প্রসেসিং ইউনিট’ চালুর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও দ্রুতগতির হবে। সেইসঙ্গে প্রবাসী আয় ব্যবস্থাপনাও হবে আরও কার্যকর ও সহজতর। এই ইউনিটের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের কাছে আরও নিখুঁত ও সময়োপযোগী ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারব।”
ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, নতুন টিপিইউ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত