
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৫, ৬:৫৩ পূর্বাহ্ণ
পিজি হাসপাতালে ২০২৫ সালের টেস্ট ফি নির্ধারণ: জানুন বিস্তারিত তালিকা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ২০২৫ সালের জন্য বিভিন্ন রক্ত পরীক্ষা, বায়োকেমিক্যাল টেস্ট, বিশেষজ্ঞ পরীক্ষা এবং ডে কেয়ার সেবার নতুন ফি তালিকা প্রকাশ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ তালিকা অনুসারে রোগীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার খরচ নির্ধারণ করা হয়েছে।
রক্ত ও হেমাটোলজি টেস্ট:
রোগ নির্ণয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ রক্ত ও হেমাটোলজি টেস্টের ফি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:
- CBC (OPD): ৩০০ টাকা
- CBC (IPD): ২০০ টাকা
- Peripheral Blood Film (PBF): ২০০ টাকা
- Hb%, TCDC, Platelet (প্রতি টেস্ট): ১০০ টাকা
- ESR: ১০০ টাকা
- Reticulocyte Count: ৫০০ টাকা
- Osmotic Fragility of RBC: ৭০০ টাকা
- Malarial Parasite (MP): ১০০ টাকা
- PT/APTT: ৩০০ টাকা
- D-Dimer: ৮০০ টাকা
বায়োকেমিক্যাল ও সেরাম টেস্ট:
শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদান নিরীক্ষণের জন্য নিম্নলিখিত টেস্টগুলোর ফি নির্ধারিত হয়েছে:
- Serum Bilirubin (Total/Direct), SGPT, Creatinine, Urea, Uric Acid, Calcium: প্রতিটি ১০০ টাকা
- LDH: ৪০০ টাকা
- RBS / FBS: ৫০ টাকা
- HBsAg Screening: ২০০ টাকা
- Electrolytes, Serum Iron, TIBC: প্রতিটি ৩০০ টাকা
- Ferritin: ৫০০ টাকা
- Vitamin D Level: ২,৫০০ টাকা
- Serum Amylase: ৫০০ টাকা
- Serum Lipase: ৬০০ টাকা
- CRP (Quantitative): ২৫০ টাকা
স্পেশাল টেস্ট ও প্যাথলজি:
বিভিন্ন জটিল রোগ নির্ণয়ে ব্যবহৃত স্পেশাল টেস্টগুলোর মধ্যে রয়েছে:
- CSF ও Ascitic/Pleural Fluid for Malignant Cell: প্রতিটি ৭৫০ টাকা
- Bone Marrow (OPD): ১,২০০ টাকা, (IPD): ১,০০০ টাকা
- Bone Marrow Review: ১,০০০ টাকা
- Factor VIII / IX Assay: ১,০০০ টাকা
- Intrathecal Medication (IT): ২০০ টাকা
স্পেশাল ইনভেস্টিগেশন:
বেশ কয়েকটি উন্নত পরীক্ষা এবং ইনভেস্টিগেশনের জন্য নির্ধারিত ফি:
- Immunophenotyping (Acute Leukemia): ১২,০০০ টাকা
- MRD (B-ALL / T-ALL): ১৬,০০০ টাকা
- Hb Electrophoresis: ১,২০০ টাকা
- CD-19 Level: ২,০০০ টাকা
ডে কেয়ার সেবা:
- Injectable Chemotherapy (প্রতি ওষুধ): ১০০ টাকা
এই নতুন টেস্ট ফি তালিকা ২০২৫ সাল থেকে কার্যকর হবে বলে জানা গেছে। সাধারণ রোগীদের জন্য সুলভ চিকিৎসা নিশ্চিত করতে এসব ফি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত