নিজস্ব প্রতিবেদক: ডিএসই ট্রেকহোল্ডার কোম্পানি সালাম এন্ড কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম গতকাল ১৬ মে ২০২৫ তারিখ রাত ১০:৩০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর৷
তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।
মোঃ আব্দুস সালাম ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ পুঁজিবাজারে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মোঃ আব্দুস সালাম অবিস্মরণীয় প্রকাশনীর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক, লেখক ও শিক্ষাবিদ ৷
মরহুমের ১ম নামাজের জানাযা আজ শনিবার (১৭ মে ২০২৫) সকাল ৯:৩০ মিনিটে সিতারা জামে মসজিদ, শিংটোলা, বাংলা বাজার, ঢাকায় এবং দ্বিতীয় জানাযা বেলা ২:৩০ ঘটিকায় তাঁর গ্রামের বাড়ি কাজিপাড়া, চান্দিনা, কুমিল্লায় অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত