সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক তাদের কনটেন্ট মনিটাইজেশন নীতিমালায় এনেছে নতুন কিছু পরিবর্তন। এখন থেকে আরও বেশি স্বচ্ছতা, মানসম্পন্ন কনটেন্ট এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডের কঠোর অনুসরণ ছাড়া আয় করা যাবে না—এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন নীতিমালাগুলো আগামী মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, কেবলমাত্র যেসব কনটেন্ট নির্মাতারা নিয়মিত ভিডিও আপলোড করেন, নির্দিষ্ট সময় পর্যন্ত ভিউ এবং ফলোয়ারের মানদণ্ড পূরণ করেন এবং কমিউনিটি গাইডলাইন অনুসরণ করেন—তাদেরকেই মনিটাইজেশনের আওতায় রাখা হবে।
ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশনের আওতায় বিভিন্ন পদ্ধতিতে আয় করা যায় যেমন:
মেটার এক মুখপাত্র বলেন, “আমরা এমন একটি ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে কনটেন্ট নির্মাতারা ন্যায্যভাবে উপার্জন করতে পারবেন এবং দর্শকরাও নিরাপদ, তথ্যবহুল ও মানসম্মত কনটেন্ট পাবেন।”
বাংলাদেশে ক্রমবর্ধমান ফেসবুক নির্মাতাদের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে ছোট ভিডিও, লাইভ কনটেন্ট এবং রিলসের মাধ্যমে অনেকেই উপার্জনের সুযোগ পাচ্ছেন। তবে নতুন নীতিমালার ফলে অগণিত নির্মাতাকে এখন আরও বেশি সচেতন ও নিয়ম মেনে কনটেন্ট তৈরি করতে হবে, নতুবা মনিটাইজেশন সুবিধা হারানোর ঝুঁকি থাকবে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত