স্পোর্টস ডেস্ক
বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর পথে হাঁটছে তার পুত্র রোনালদো জুনিয়র, যিনি ‘ক্রিস্টিয়ানিনহো’ নামে পরিচিত। মঙ্গলবার (১৩ মে) ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৫ পর্তুগাল দলের হয়ে জাপানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি।
৪-১ ব্যবধানে জয় পাওয়া এই ম্যাচে দ্বিতীয়ার্ধে বেঞ্চ থেকে উঠে খেলায় নামেন ক্রিস্টিয়ানিনহো। আব্দু কাসামার পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। ছেলের মাঠে নামার মুহূর্তটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন রোনালদোর মা মারিয়া ডোলোরেস আভেইরো। ইনস্টাগ্রামে তিনি দলের উদ্দেশে শুভকামনা জানানোর পাশাপাশি নাতির জন্য দোয়া করেন।
ছেলের অভিষেকে আবেগে আপ্লুত হয়ে রোনালদো সামাজিকমাধ্যমে লেখেন, “পর্তুগালের হয়ে তোমার অভিষেকের জন্য অভিনন্দন, ছেলে। তোমার জন্য আমি গর্বিত!”
বর্তমানে রোনালদো খেলছেন সৌদির ক্লাব আল-নাসরের হয়ে, বয়স ৪০ ছুঁই ছুঁই করলেও এখনও দারুণ ফর্মে আছেন তিনি। অন্যদিকে রোনালদো জুনিয়র খেলছেন আল-নাসরের যুবদলে। অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে জায়গা পাওয়ার পর তাকে ঘিরে শুরু হয়েছে নতুন প্রত্যাশা।
আসন্ন ম্যাচে গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন জুনিয়র রোনালদো। অন্যদিকে, তার বাবা রোনালদো সিনিয়র সৌদি প্রো লিগে ১৬ মে মুখোমুখি হবেন আল-তাওয়ুনের বিরুদ্ধে।
বাবা-ছেলের এই যুগল উপস্থাপন যেন ফুটবল বিশ্বের কাছে দুই প্রজন্মের এক নতুন পর্তুগিজ রূপকথা হয়ে উঠছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত