বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার বিষয়ে বিসিবি এখনো দ্বিধায় রয়েছে। বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে বিসিবি সময় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানে সফর নিরাপদ হবে কিনা তা নিয়ে বিসিবি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে, ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন থেকে সার্বিক নিরাপত্তা বিশ্লেষণে সহযোগিতা নেওয়া হচ্ছে। বিসিবি জানিয়েছে, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া তারা কোনো ঝুঁকি নিতে চায় না।
শনিবার (১১ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বোর্ড সভায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরিচালকদের সঙ্গে পাকিস্তান সফর নিয়ে আলোচনা করেন। সভায় বোর্ড সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও সময় নেওয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় দলের ২১ মে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে লাহোর ও ফয়সালাবাদে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। তবে কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার জেরে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও নিরাপত্তা শঙ্কা কাটেনি।
এই অবস্থায় বিসিবি সতর্ক অবস্থান নিয়েছে। ইতিমধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়া দুই ক্রিকেটার — রিশাদ হোসেন ও নাহিদ রানাকে দেশে ফিরিয়ে এনেছে বিসিবি। সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও সংযুক্ত আরব আমিরাতে নির্ধারিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। ১৭ ও ১৯ মে শারজাহতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
এদিকে, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পাকিস্তান সফর প্রসঙ্গে বলেন, “বর্তমান যে পরিস্থিতি, তাতে কোনো ধরনের ঝুঁকি নেওয়া উচিত হবে না। পাকিস্তানের নিরাপত্তা অবস্থা আমরা সবাই জানি। বিসিবি যথাযথ পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে।”
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত