আন্তর্জাতিক ডেস্ক:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের কিয়ানজি শহরের একটি নদীতে প্রবল ঝোড়ো হাওয়ার কবলে পড়ে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে গেলে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন, এবং ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ মে) বিবিসি জানায়, রবিবার স্থানীয় সময় আকস্মিকভাবে শুরু হওয়া তীব্র বাতাসের কারণে নদীতে থাকা নৌকাগুলো উল্টে যায়। এতে ৮৪ জন পানিতে পড়ে যান। তাদের মধ্যে ৮৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও একজন এখনও নিখোঁজ বলে জানা গেছে।
চীনে মে দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটির শেষ পর্যায়ে পর্যটকদের ব্যাপক ভিড় চলছিল, ঠিক সেই সময়েই এ দুর্ঘটনা ঘটে। ভ্রমণের ভিড়ে এমন দুর্ভাগ্যজনক ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।
দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, “সব সম্ভাব্য উপায়ে উদ্ধারকাজ চালিয়ে যেতে হবে।” তিনি সাম্প্রতিক বেশ কয়েকটি দুর্ঘটনার কথা উল্লেখ করে জননিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। ঘটনাস্থলে প্রায় ৫০০ উদ্ধারকর্মী পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
চীনের কর্তৃপক্ষকে সতর্ক করে পর্যটন মৌসুমে নিরাপত্তাব্যবস্থা আরও কড়াকড়ি করার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, এ দুর্ঘটনার মাত্র দুই মাস আগেই হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে সংঘর্ষে ১১ জন মারা যান। এছাড়া সপ্তাহান্তে পূর্বাঞ্চলীয় সুঝো শহরে একটি হেলিকপ্টার দর্শনার্থীদের বহন করতে গিয়ে বিধ্বস্ত হলে ১ জন নিহত ও ৪ জন আহত হন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত