খেলাধুলা ডেস্ক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২ মে) এক আনুষ্ঠানিক ঘোষণায় এই সিরিজের সূচি প্রকাশ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৯ মে শারজার ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এবং বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ দুটি।
এই সিরিজটি মূলত পাকিস্তান সফরের আগেই প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। দলের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।
আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদ বলেন, “বাংলাদেশের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের। গত তিন বছরে এটি আমাদের মধ্যে দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ। এমন অভিজ্ঞ দলের বিপক্ষে আমাদের খেলোয়াড়দের পরখ করার সুযোগ আমরা সব সময় স্বাগত জানাই।”
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ তিনবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি খেলেছে এবং প্রতিবারই জয় পেয়েছে। প্রথম জয়টি আসে ২০১৬ সালের এশিয়া কাপে মিরপুরে, এরপর ২০২২ সালে আরব আমিরাত সফরে দুই ম্যাচের সিরিজে জয় পায় টাইগাররা।
সিরিজটি শুধু প্রস্তুতির সুযোগই নয়, বাংলাদেশ দলের বেঞ্চ শক্তি যাচাইয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত