স্টাফ রিপোর্টার রাজধানীর সাতারকুল পূর্ব পাড়া কবরস্থান রোডে জমির মালিকদের বৈধ নির্মাণকাজে দুর্বৃত্তদের বাধা দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, একাধিক জমির মালিক যখন তাদের জমিতে নির্মাণকাজ শুরু করেন, তখনই কিছু দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয় এবং হুমকি দেয়ার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে।
ভুক্তভোগী মালিকরা অভিযোগ করেন, তারা নির্মাণ সামগ্রী আনতে গেলে দুর্বৃত্তরা বাধা দেয় এবং ভবিষ্যতে কাজ করলে ‘পরিণাম খারাপ হবে’ বলে হুমকি দেয়। এই অবস্থায় কেউ কাজ চালিয়ে যেতে সাহস পাচ্ছেন না।
এলাকাবাসীর দাবি, এই দুর্বৃত্তরা এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য জমির মালিকদের ভয় দেখিয়ে জমি দখল করা। ইতোমধ্যে কয়েকজন মালিক হয়রানির শিকার হয়েছেন বলেও জানা গেছে।
এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা ও স্থানীয় সচেতন নাগরিকরা। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত