জনপ্রিয় সঙ্গীত শিল্পী শামান্তা শাহীন আসন্ন ঈদুল ফিতরে দর্শক-শ্রোতাদের জন্য উপহার নিয়ে আসছেন দুটি মিউজিক ভিডিও। গান দুটি হলো "মাটির গাছে ফুল ফুঁটেছে" এবং "রসিক সোনারচাঁন"।
"মাটির গাছে ফুল ফুঁটেছে" গানটির গীতিকার ও সুরকার ফিরোজা আক্তার আশা। আর "রসিক সোনারচাঁন" গানটির গীতিকার ও সুরকার হলেন কিংবদন্তি দেলোয়ার আরজুদা শরফ। গান দুটির সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইরফান টিপু।
দুটি গানের মিউজিক ভিডিওতে মূল চরিত্রে অভিনয় করবেন শিল্পী শামান্তা শাহীন নিজেই। তার সঙ্গে কো-আর্টিস্ট হিসেবে থাকবেন চিত্রনায়ক রোহান এবং নবাগত নায়ক রাজ। গানগুলোর কোরিওগ্রাফি পরিচালনা করবেন বিল্লাল হোসেন, আর মিউজিক ভিডিওগুলোর পরিচালনার দায়িত্বে থাকবেন ফরিদ উদ্দিন ফরিদ।
দর্শক-শ্রোতারা গান দুটি উপভোগ করতে পারবেন Shamanta Shahin Official ইউটিউব চ্যানেলে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত