সব সম্ভব।
সম্ভব কে “সম্ভব করা যাবে”,
কাজে তা করে দেখাতে হবে।
যেমন ভাবনা তেমনি কাজ হলে।
যারা পেরেছে তারা করে দেখিয়েছে ,
করতে চেয়েছিল বলে ।
পারাটা যেখানে স্বাভাবিক,
সম্ভব সেখানে সহজ,
নিয়মিত অনুশীলন যোগায় মনের সাহস।
ভয় পাচ্ছো কেন হবেনা বলে!
বুকে সাহস নিয়ে নেমে পরো কাজটি করতে,
থেমে যেতে নেই কাজ না হওয়ার আগে।
কাজের ফল সম্ভব বা অসম্ভব!
কাজ সুন্দর সম্পন্ন হলে “সম্ভবের পরিণত”,
অপরিণত কাজের “রেজাল্ট অসম্ভব” ।
সম্ভব করতে হবে সেই কাজকে,
মান-মর্যাদা বৃদ্ধি পাবে প্রতি পদে পদে।
সম্ভব আঁকড়ে জীবন হোক,
চেষ্টার সাথে সঙ্গতি তে,
প্রতিটি কাজ সম্পন্ন হোক।
নিষ্ঠা ও ধৈর্য্যের সাথে পরিশ্রমে,
অসম্ভবকে সম্ভব করে তোলা যায় বীরত্বের বেশে।
রঙিন খামে রঙিন উঠোনে রঙিন ভাবাবেগে,
যেমন রঙ দেওয়া যাবে তেমন ছবি হবে।
করবই পারবই নিরবে নৃভিতে জাগবই,
উদ্যম লোলিত মোহিত আসনে,
অসম্ভবকে সম্ভব করে তুলবই।
অসম্ভবকে সম্ভব করেছেন মহাসমুদ্র সাঁতরে,
মহাকাশে চন্দ্রযান-৩ নামে চাঁদে,
টাইটানিকের খোঁজে অ্যাটলান্টিক মহাসাগরের গভীরে পৌঁছে গিয়েছিলো,
সম্ভব করার লক্ষ্যে।
______________
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত