নিজস্ব প্রতিবেদক: গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে বিশিষ্ট সংগীত শিল্পী শফিকুল ইসলাম স্বপন জন্মদিন উপলক্ষে"স্বপন এর জগৎ" স্টুডিওতে জন্মদিন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন সি বির চেয়ারম্যান ও বিশিষ্ট কবি কাজী মোহাম্মদ সাব্বির, আরো যারা বিশেষ অতিথি হিসেবে ছিলেন মানবতার দেয়াল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মিডিয়া ব্যক্তিত্ব সোয়েব মজুমদার, সংগঠনের সহ-সভাপতি লায়ন মুজিবুর রহমান, ও রাজিব রাহি, আরওউপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী চিত্র নায়িকা অঞ্জলি রায়, মানবতার দেয়াল ফাউন্ডেশনের আরো সদস্যবৃন্দ অধোরা ইসলাম লাকি, জেসি আক্তার, অভিনেতা হামিদ কুরদু , সঙ্গীতশিল্পী পিংকি মৌসুমী, অনন্য সোনিয়া, নির্ঝর জামান, জাকারিয়া সালেহ স্বপন, মাহবুব বাদল, ছোট ভাই সাগর, দিয়ারিশ আহমেদ রাজু, নাট্য পরিচালক রুবেল হোসেন টুকু , বিশিষ্ট অভিনেতা ডি,এইচ, রানা , মোঃ তাজু , মোঃ জুয়েল, জুনিয়র ডিপজল, ৮৩ সালের বন্ধু মহল কন্ঠ শিল্পী হাবিব, কন্ঠ শিল্পী, জসিমউদ্দিন মন্টু, সোহেল রানা, গোলাম মোস্তফা সাগর, তনু, পিয়া, বাবু, ভুট্টো, বংশাল থানার বিএনপি'র নেতৃবৃন্দ জনাব আদেল , মোহাম্মদ জামাল , আশরাফ, মিল্লাত হোসন ও আমাদের সবার প্রিয় যুবদল এর কেন্দ্রীয় নেতা জনাব সাগর উপস্থিত ছিলেন জাগ্রত হিরো মনির ও জাগ্রত ক্যাপ্টেন মোঃ ফিরোজ মাহমুদ আরও উপস্থিত ছিলেন নতুন আলোর সভাপতি লিটন সিদ্দিকী সহ অনেক গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মানবতা দেয়াল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত