দৈনিক পুঁজিবাজার: আজিজ পাইপস লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হালিম।
সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ড. স্বপন কুমার ধর এবং জামাল উদ্দিন ভূঁইয়া, বিকল্প পরিচালক ড. আলী আহমেদ হাওলাদার ও ইঞ্জিঃ শাহজাহান শিকদার, অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক ড. মোঃ আব্দুস সালাম ও ড. মোঃ মজিবর রহমান।
এছাড়া, সভায় ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জাকারিয়া, প্রধান অর্থ কর্মকর্তা (সি.সি) মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী কোম্পানি সচিব মোঃ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত