প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৭:৪৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ: আবেদন চলছে
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি (মিলিটারি অফিসার ডিজিসিপ্লিন কোর) সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালে রাজেন্দ্রপুর সেনানিবাসে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলবে ২০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
আবেদনযোগ্য ট্রেডসমূহ
প্রার্থীরা সাধারণ (জিডি), করণিক, এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন। এমওডিসি সদস্যদের সন্তানরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় যোগ্যতা
বয়স: ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা:
সাধারণ ট্রেড: ন্যূনতম জিপিএ ২.০০।
করণিক ও আর্মোরার ট্রেড: ন্যূনতম জিপিএ ৩.০০ (আর্মোরার ট্রেডে বিজ্ঞান বিভাগ আবশ্যক)।
উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: কমপক্ষে ৪৯.৯০ কেজি।
চোখ: ৬/৬ (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
সাঁতার: ন্যূনতম ৫০ মিটার সাঁতার জানলে অগ্রাধিকার।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
যেভাবে আবেদন করবেন
প্রার্থীদের টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস ও অনলাইনে আবেদন করতে হবে।
প্রথমে "SOINIK" লিখে এসএসসি বোর্ড, রোল, পাসের সাল, জেলা কোড ও ট্রেড কোড দিয়ে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠাতে হবে।
প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর পিন নম্বর পাঠানো হবে, যা দিয়ে পুনরায় আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে।
প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরম জমা দেওয়ার পর প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।
সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন মাসিক বেতন: ৮,৮০০ টাকা।
প্রশিক্ষণ শেষে জেএসআই নির্দেশিকা অনুযায়ী বেতন ও ভাতা।