পুজিঁবাজার ডেস্ক: পুঁজিবাজারে চলমান ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতৃত্বে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি, দেশে বিদ্যমান দুই স্টক এক্সচেঞ্জের পরিবর্তে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানান।
মানববন্ধনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসিন, এবং অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন,
"পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের চরম ক্ষতি হচ্ছে। এ অবস্থায় আমাদের প্রধান দাবি বিএসইসির নতুন চেয়ারম্যানের পদত্যাগ। পাশাপাশি, পুঁজিবাজারকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন ও সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে বাজারের সরাসরি অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানাচ্ছি।"
এসময় বিনিয়োগকারীরা বাজার স্থিতিশীলতার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত