এএফসি চ্যাম্পিয়নস লিগে ইস্তেঘালের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় দিয়ে শুভ সূচনা করেছে আল হিলাল। ম্যাচে আলেকজান্ডার মিত্রোভিচের হ্যাটট্রিক দলের জয় নিশ্চিত করলেও সবার নজর কাড়ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, তবে তাঁর ফুটবল নৈপুণ্যের জন্য নয়—তাঁর ইনজুরি নিয়ে।
দীর্ঘ এক বছরের ইনজুরির লড়াই শেষে মাঠে ফেরা নেইমার দ্বিতীয় ম্যাচেই আবারো চোট পেয়েছেন। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমে মাত্র ৩০ মিনিট খেলেই তাঁকে মাঠ ছাড়তে হয়। ডান পায়ের পেছনের দিকে চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন নেইমার, এবং কোচ বাধ্য হয়ে তাঁকে তুলে নেন।
মাঠে ফেরা এই ব্রাজিলিয়ান তারকা দুই ম্যাচ মিলিয়ে মোটে ৪২ মিনিট খেলতে পেরেছেন। ইনজুরির তীব্রতা এখনও জানা যায়নি, তবে ম্যাচের পর ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশ্যে নেইমার লিখেছেন, "আশা করি, এটা বড় কিছু নয়… চিকিৎসক আগেই সতর্ক করেছিলেন, এক বছর পর মাঠে নেমে এমনটা হতেই পারে, তাই আমাকে আরও সতর্ক হতে হবে।"
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত