পুঁজিবাজার প্রতিবেদক : আজ ০৪-১১-২০২৪ ইং তারিখে বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন রনির স্ত্রী মোসাম্মৎ মিম আক্তার (১৯)।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, প্রসূতি তার তত্ত্বাবধানে রয়েছেন। মা-মেয়ে সুস্থ আছে।ফকরুল ইসলাম বলেন, শুরু থেকে তিনিসহ হাসপাতালের চিকিৎসকরা মিমকে সার্বক্ষণিক নজরে রেখেছেন। প্রসূতিকে সুস্থ রাখার জন্য সব ধরনের চেষ্টা করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সরকারি যত ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, সব দেওয়া হয়েছে।
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর পূর্ব বেতাল গ্রামের বাসিন্দা প্রয়াত দুলাল হাওলাদের ছেলে আল আমিন রনি (২৪)। তিনি মা ও ছোট ভাইকে নিয়ে ঢাকার মহাখালীর সাততলা বাউন্ডারি বস্তিতে থাকতেন। গ্রামে থাকতেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী।
চাখার একে ফজলুল হক কলেজ থেকে এইচএসসি পাস রনির বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে ঢাকার মহাখালীতে একটি ওয়ার্কশপে কাজ নেন। বাড়তি আয়ের জন্য রাতে একটি খাদ্যপণ্য কোম্পানির ডেলিভারি বয়ের কাজ করতেন। মা করতেন গৃহপরিচারিকার কাজ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই দুপুরে মহাখালীতে গুলিবিদ্ধ হন তিনি। ওই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০ জুলাই রনিকে বানারীপাড়া এনে দাফন করা হয়।
রনির শ্বশুর মো. কামাল হোসেন মাঝি বলেন, তিনি ক্ষুদ্র মাছ ব্যবসায়ী। তার কন্যা এইচএসসি পাস করেছেন। কন্যার জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বানারীপাড়ার অন্যতম নেতা সাব্বির হোসেন বলেন, সরকারের সুবিধা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সার্বক্ষণিক মিমের পাশে ছিল। মিমের চিকিৎসার জন্য যাবতীয় সহযোগিতাও তারা করছেন।
সব সময় মিম ও তার কন্যার পাশে থাকবেন জানিয়ে সাব্বির বলেন, “শিশু কন্যা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তার ব্যয় সরকারের বহন করা উচিত।”
মিমের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাব্বির হোসেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত