১৭ অক্টোবর, ২০২৪, ঢাকা: নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এফবিসিসিআই-এর মতিঝিল কার্যালয়ে ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন মোঃ হাফিজুর রহমান।
প্রশাসক মোঃ হাফিজুর রহমান বলেন, "বাজারে নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সরবরাহ ব্যবস্থায় পণ্য হাত বদলের ধাপ কমিয়ে আনতে হবে। কিছু পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তাদের অস্বস্তিতে ফেলেছে, যা দ্রুত সমাধানের প্রয়োজন।"
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, সরকারের পদক্ষেপের ফলে বাজারে ডিমসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে এবং সরবরাহ সংকটও কিছুটা কমেছে।
সভায় আরও বক্তব্য রাখেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, বাজার সমিতির নেতারা এবং বাজার বিশ্লেষকরা। তারা উৎপাদক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর মহাসচিব মোঃ আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. উম্মে বিনতে সালাম, ক্যাব-এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত