নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর মহাখালীর ডিওএইচএস-এ অনুষ্ঠিত “গুড গভর্নেন্স ফোরাম” এর আয়োজনে “রাষ্ট্র সংস্কারে সকলের একাত্মতা অংশগ্রহণ প্রয়োজন” শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত গোলটেবিল আলোচনায় ধারণাপত্র উপস্থাপন করেন বিচারক ইফতেদার আহমেদ। উক্ত গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন বিচারপতি শিকদার মকবুল হক, সভাপতি গুড গভর্নেন্স ফোরাম। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম শরিফুল ইসলাম খান, মহাসচিব গুড গভর্নেন্স ফোরাম
আরও ছিলেন, ড: সু কমল বড়ুয়া, মেজর জেনারেল আমসা আমিন, জুনায়েদ সাকি, সাংবাদিক কাজী জেসিন, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, মাহাবুবুল আলম কমল, ফরহাদ মজহার (ভার্চুয়ালি) ড: রেজাউল করিম চৌধুরী (ভার্চুয়ালি) মেহজাবিন ওয়াহিদ (ভার্চুয়ালি), লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, নির্বাহী সদস্য (বোমা) ও প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত