হোয়াইট হাউসের ২০ দফা — গাজায় তাত্ক্ষণিক যুদ্ধবিরতি ও পুনর্গঠনের পরিকল্পনা উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক
হোয়াইট হাউস সোমবার গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও উপত্যকার পুনর্গঠনের লক্ষ্যে ২০ দফা প্রস্তাবনা উন্মোচন করেছে। কর্তৃপক্ষ বলছে—দুই পক্ষ যদি এ প্রস্তাবে সম্মত হয়, তাহলে তৎক্ষণাৎ সংঘাত শেষ হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক সকল জীবন ও মৃত জিম্মিকে ফেরত দেওয়া হবে। Al Jazeera+1
প্রস্তাবনায় বলা হয়েছে যে বাস্তবায়িত হলে গাজায় ইসরায়েলি অভিযান থামবে; ওই সংঘাতে ইতিমধ্যেই ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত বলে গণনা করা হয়েছে—এবং পুরো উপত্যকা ব্যাপক ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে, যা তাত্ক্ষণিক মানবিক সহায়তা ও পুনর্গঠনের দাবি জোরদার করেছে। Al Jazeera+1
প্রস্তাবনার মূল স্তম্ভগুলোতে রয়েছে—
- যুদ্ধতিৎক্ষণিক বন্ধ, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও বন্দি বিনিময় ভিত্তিক এক প্রক্রিয়া (৭২ ঘণ্টার লক্ষ্য), এবং বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা বড় সংখক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি। Reuters+1
- গাজাকে অস্থায়ীভাবে একটি টেকনোক্র্যাটিক ও রাজনীতি-বিবর্জিত ফিলিস্তিনি প্রশাসনের অধীনে পরিচালনা করা হবে; সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। একই সঙ্গে গাজা দখল করা হবে না এবং অস্থায়ীভাবে একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক সংস্থা — ‘বোর্ড অব পিস’ — গঠন করে তত্ত্বাবধানে রাখা হবে, যার সভাপতিত্বে হোয়াইট হাউসের পক্ষসহ আন্তর্জাতিক নেতারা থাকবেন বলে প্রস্তাবে বলা হয়েছে। Reuters+1
- পূর্ণমাত্রায় মানবিক নৈবেদ্য এবং অবকাঠামো পুনর্গঠন (জল, বিদ্যুৎ, হাসপাতাল, রাস্তাঘাট ইত্যাদি) আন্তর্জাতিক পর্যবেক্ষণে দ্রুত পাঠানো হবে; ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমে বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা ও বিনিয়োগ আকর্ষণের ব্যবস্থা থাকবে। Al Jazeera+1
- গাজা “নিরস্ত্রীকরণ” ও সামরিক-সন্ত্রাসী অবকাঠামো (টানেল, অস্ত্র উৎপাদন কেন্দ্র ইত্যাদি) ধ্বংস করে পুনরায় নির্মাণ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি এবং অস্ত্রসমূহ স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার প্রক্রিয়ার নিশ্চয়তা রাখা হয়েছে। Al Jazeera+1
হোয়াইট হাউসের ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিকল্পনাটি মেনে নিয়েছেন বলে জানানো হয়েছে; তবে হামাস কর্তৃপক্ষ এখনও লিখিতভাবে কোনো সম্মতি প্রদান করেনি বলে বিভিন্ন সূত্রে তা বলা হয়েছে। আন্তর্জাতিক প্রচারমাধ্যম অবশ্য প্রস্তাবটির কিছু অস্পষ্টতা ও বাস্তবায়ন চ্যালেঞ্জও তুলে ধরেছে। Politico+1
বিশ্ব সংবাদমাধ্যম প্রস্তাবনার পূর্ণ পাঠ ও বিশ্লেষণ প্রকাশ করেছে এবং কোনও শর্তে হামাসের প্রত্যুত্তর, প্রযোজ্য গ্যারান্টি ও বাস্তবায়ন কৌশলসহ নানা প্রশ্ন এখনো অনির্দিষ্ট রয়েছে—তাই কূটনৈতিক পর্যায়ে ফলপ্রসূ আলোচনার প্রয়োজনীয়তা জোরদার হয়েছে। Al Jazeera+1