সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার নবনির্বাচিত কার্যকরী পরিষদকে সংবর্ধনা, সোনাতলার গুণীজনদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. শহীদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ বি এম রেজাউল বারী শাহীন, ডাক অধিদপ্তরের পরিচালক আ স ম নাসিমুল ইসলাম লেমন, শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সফিউল হক, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম টিটু প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন, সহ-সভাপতি এ কে এম আল্লামা ইকবাল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আজাদুল ইসলাম, বৃহত্তর বগুড়া সমিতির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. জাহিদুর রহমান দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক এবং বিশিষ্ট কলামিস্ট ড. গোলাম ছরওয়ার।
অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন আহম্মেদ (সবুজ) ও দপ্তর সম্পাদক মো. আনারুল ইসলাম লাবু।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন উত্তরবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিষ্টি মমতা, ভাওয়াই রানী রহিমা চৌধুরী, ভাইরাল শিল্পী মতিন চৌধুরী এবং শিল্পী সীমা ও জয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রবিউল হোসেন রবি।