প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট (কঠিন)। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে কাজ আদায় করে নেওয়া কঠিন। কিছু পক্ষের জন্য সুবিধাজনক হলেও, বেশিরভাগ পক্ষের জন্য ডিফিকাল্ট। এই অবস্থার মধ্যেই আমরা কাজ করছি।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫-এ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
সিইসি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে ও প্রফেশনালি কাজ করবেন। আইন মেনে কাজ করবেন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং নানা দাবি-দাওয়া নিয়ে কাজ করছি। এতে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি চাই কেউ কোনো দলের পক্ষে হয়ে কাজ করবেন না। আমরা সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক সঠিক নির্দেশনা দেব। কাজটা আপনারা সঠিকভাবে করবেন এবং আমরা নিশ্চিত করব যে, সেটি সঠিকভাবেই হচ্ছে।”
সিভিল সার্ভেন্টদের প্রসঙ্গে সিইসি বলেন, “সিভিল সারভেন্ট ইজ এ পলিটিক্যাল পারসন। তিনি অবশ্যই রাজনৈতিক হবেন, কিন্তু তিনি কোনো দলের কর্মী হতে পারবেন না। ভোট অবশ্যই একজনকে দিতে হবে, তবে কাজের ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে।”
তিনি উল্লেখ করেন, “আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে। সুতরাং, আমাদেরও বিশেষভাবে তা মোকাবিলা করতে হবে। এই নির্বাচন ঐতিহাসিক হবে। অতীতে যা-ই হোক না কেন, আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। এর কোনো ব্যতিক্রমের সুযোগ নেই।”
একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “বাংলাদেশ রাষ্ট্র এখন ক্রস রোডে দাঁড়িয়ে আছে। এর প্রধান কারণ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। আমরা কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচনের অংশ হব না। আইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হবে।”
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, “নির্বাচনের ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।”
ইসি তাহমিদা আহমদ বলেন, “বিগত তিন নির্বাচনে অনেক ক্ষেত্রে কর্মকর্তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এবার তা হবে না। শুধু চেয়ে দেখার সময় আর নেই, এবার সবাইকে কাজ করতে হবে।”
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচন বেশি চ্যালেঞ্জের। আমরা চাই নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। বড় দুটি চ্যালেঞ্জ হলো এআইয়ের অপপ্রয়োগ এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। ধাপে ধাপে কাজ এগোচ্ছে।”
তিনি আরও বলেন, “ভালো নির্বাচনের বিকল্প নেই। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।”
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত