পটুয়াখালীর গর্ব ইসরাত জাহান ইফফাত মেডিকেলে ভর্তির সুযোগ
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী জেলার বড় বিঘাই ইউনিয়নের মেধাবী ছাত্রী ইসরাত জাহান ইফফাত পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে নিজ এলাকা তথা পুরো জেলাবাসীর জন্য গৌরবের বার্তা বয়ে এনেছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি, নিরলস পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে মেডিকেল শিক্ষায় উত্তীর্ণ হওয়া তার এই সাফল্য ইতোমধ্যেই এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। তার অর্জনে পরিবার-পরিজন, শিক্ষকবৃন্দ ও স্থানীয়দের মাঝে আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
ইসরাত জাহান ইফফাত মো. জলিলুর রহমান খান ও তাছলিমা দম্পতির কন্যা। তার বাবা ঢাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং মা তাছলিমা পটুয়াখালীর নিকটবর্তী বল্লবপুর দাখিল মাদ্রাসার একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার প্রতি পরিবারটির গভীর অনুরাগ, শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধই ইসরাতের এই সাফল্যের পেছনে অন্যতম প্রেরণা হিসেবে কাজ করেছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।
শিক্ষাজীবনের শুরু থেকেই ইসরাত জাহান ইফফাত ছিলেন অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্রী। প্রাথমিক বিদ্যালয় পর্যায়েই তিনি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে তার মেধার স্বাক্ষর রাখেন। এরপর তিনি পটুয়াখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। পড়াশোনার প্রতিটি ধাপে ধারাবাহিক সাফল্যের নজির গড়ে তিনি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মেধাবৃত্তি অর্জন করেন।
দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের মাধ্যমে তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন। তার এই অর্জন প্রমাণ করে—ইচ্ছা থাকলে ও সঠিক দিকনির্দেশনা পেলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে।
ইসরাত জাহান ইফফাতের এই সাফল্য বড় বিঘাই ইউনিয়নসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। ভবিষ্যতে একজন দক্ষ, মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হিসেবে তিনি সমাজ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী, শিক্ষকসমাজ ও শুভানুধ্যায়ীরা। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনায় সবার পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।











