সাহিবুল ইসলাম।
বর্তমান সময়ে ল্যাপটপের অধিকাংশ ব্যাটারি লিথিয়াম-আয়ন প্রযুক্তির হয়ে থাকে। এগুলো দীর্ঘ সময় ব্যবহারযোগ্য হলেও ব্যবহারকারীদের অজ্ঞাতসারে করা কিছু ভুলে দ্রুত কার্যকারিতা হারায়। ফলে চার্জ আগের মতো ধরে না। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন অভ্যাস ব্যাটারির ক্ষতি ডেকে আনে—
সবসময় চার্জে লাগানো
অনেকেই ল্যাপটপে চার্জ থাকলেও নিয়মিত চার্জে লাগিয়ে রাখেন। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ে। সঠিক নিয়ম হলো—চার্জ ২০ শতাংশে নামার পর চার্জে দেওয়া এবং ৮০-৯০ শতাংশ পূর্ণ হলে চার্জার খুলে ফেলা।
আসল চার্জার ব্যবহার না করা
নকল বা ভিন্ন প্রতিষ্ঠানের চার্জার সঠিক ভোল্টেজ সরবরাহ করতে না পারায় ব্যাটারির ক্ষতি হয়। তাই সবসময় কোম্পানির নির্ধারিত আসল চার্জার ব্যবহার করা জরুরি।
অতিরিক্ত গরম হওয়া
বিছানা বা নরম কাপড়ে ল্যাপটপ ব্যবহার করলে কুলিং ফ্যান তাপ ঠিকভাবে বের করতে পারে না। এতে যন্ত্রাংশ অতিরিক্ত গরম হয়, যা ব্যাটারির জন্য সবচেয়ে ক্ষতিকর। ল্যাপটপ সবসময় সমতল ও শক্ত জায়গায় ব্যবহার করা উচিত।
পাওয়ার সেভার মোড ব্যবহার না করা
পাওয়ার সেভার মোড চালু রাখলে চার্জ কম খরচ হয় এবং ব্যাটারির ওপর চাপ কমে। কিন্তু অনেকেই এই সুবিধা ব্যবহার করেন না, ফলে চার্জ দ্রুত শেষ হয়ে যায়।
ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ করা
চার্জার কাছে না থাকায় অনেক সময় ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ করা হয়। কিন্তু এটি ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দেয়। তাই চেষ্টা করতে হবে ব্যাটারি কখনোই পুরোপুরি শেষ না করার।
সফটওয়্যার হালনাগাদ না করা
অপারেটিং সিস্টেম ও ড্রাইভার নিয়মিত আপডেট না করলে ব্যাটারির ব্যবহার অস্বাভাবিকভাবে বাড়ে। তাই সফটওয়্যার ও ড্রাইভার সময়মতো হালনাগাদ করা উচিত।
ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে সঠিক চার্জিং অভ্যাস, আসল চার্জার ব্যবহার, তাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত সফটওয়্যার আপডেট অপরিহার্য।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত