হাদিকে হত্যা চেষ্টার অস্ত্র উদ্ধার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র্যাব)।
মঙ্গলবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদীর তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলের পানির মধ্য থেকে উদ্ধার করা হয়েছে।
র্যাবের দেয়া তথ্যমতে, সেখান থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড অ্যামুনিশন বা গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।











