রাজধানীতে গুলিতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা
রাজধানীতে আবারও গুলির ঘটনায় প্রাণ গেল রাজনৈতিক নেতার। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (৭ জানুয়ারি) রাতে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে তার পেটে গুলি লাগে। হামলার সময় আরও একজন গুলিবিদ্ধ হন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় মোসাব্বিরসহ আহত দুজনকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে মোসাব্বিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











