খেলাপি ঋণগ্রহীতাদের জন্য বিশেষ নীতি সহায়তা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
পুজিবাজার প্রতিবেদক: খেলাপি ঋণগ্রহীতাদের জন্য বিশেষ নীতি সহায়তা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বিরূপমানে থাকা সব খেলাপি ঋণ বিশেষ সুবিধায় পুনঃতফসিল করার সুযোগ পেল।
সোমবার (২৪ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নতুন নীতিতে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল করা যাবে, যার মধ্যে দুই বছর গ্রেস পিরিয়ড রাখা হবে। গ্রেস পিরিয়ডে কোনো কিস্তি পরিশোধ করতে হবে না; তবে সুদ শোধ বাধ্যতামূলক।
৩০ নভেম্বরের মধ্যে যেসব ঋণ খেলাপি হবে, তারাই এ সুবিধার জন্য আবেদন করতে পারবে। আবেদন নিজ নিজ ব্যাংকে উক্ত সময়ের মধ্যেই করতে হবে। পরে ব্যাংকের বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেআগের নীতির তুলনায় পুনর্গঠনের সময়সীমা আরও দুই বছর বাড়ানো হয়েছে। ফলে ৫–৮ বছরের মেয়াদি ঋণ এখন আরও দীর্ঘমেয়াদে পরিশোধ করা যাবে। পূর্বে পুনঃতফসিল করা ঋণও এই বিশেষ সুবিধার আওতায় আসবে।
এক্সিট সুবিধাতেও শিথিলতা আনা হয়েছে—মেয়াদ আরও এক বছর বাড়ানো যাবে, যদিও ডাউনপেমেন্টের নিয়ম অপরিবর্তিত। মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে এবং বছরে ন্যূনতম ২০ শতাংশ ঋণ শোধের নিয়ম বজায় থাকবে।
তবে কিস্তি পরিশোধে ছাড় নেই। তিন মাসিক বা একটি ত্রৈমাসিক কিস্তি বাকি পড়লে ঋণ আবার শ্রেণিকরণ হবে। পুরো ঋণ শোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নতুন ঋণ অনুমোদন করা যাবে না।











