নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগের স্বনামধন্য এক রেস্টুরেন্টে গত ১৬ আগস্ট ২০২৫, শনিবার বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা- এর কোষাধ্যক্ষ ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর পরিচালক লায়ন মো: আফসার আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি (ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩)-এর প্রধান উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠানে দুইজন নেতৃস্থানীয় সদস্য মানবসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ ও ক্লাবকে কিভাবে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করা যায় সে বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় মানবতার কল্যাণে দীর্ঘমেয়াদি কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতাকে এগিয়ে নেওয়ার কৌশল নির্ধারণে।
এসময় লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে লায়ন মো: আফসার আলীকে মানবতার সেবক হিসেবে কাজ করার স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট গ্রহণকালে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন— “এই সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি ভবিষ্যতে মানবতার সেবায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করবো।”
অন্যদিকে, লায়ন মো: আফসার আলী ক্লাব প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটি শেষে মানবসেবার মহৎ অঙ্গীকার পুনর্ব্যক্তের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত