লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এতে পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। তবে ঘটনার তিন ঘণ্টা পার হলেও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে পানির নিচে কেউ আটকা পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার কাজে বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে প্রাণহানি বেড়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, “এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।”
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত