মেয়ের বিয়ের দিনেই বাবার মৃত্যু, আনন্দের দিন পরিণত হলো শোকে

ফেণী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর বল্লভপুর গ্রামে মেয়ের বিয়ের দিনই মারা গেছেন কনে রুনার বাবা আজিজুর রহমান (৬৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগস্ট)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের সব আয়োজন শেষ করে আনন্দঘন মুহূর্তে পরিবার-পরিজনরা যখন ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আজিজুর রহমান। দ্রুত স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন করা হলে তিনি মারা যান।
তার মৃত্যুর পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও পুরো আয়োজন শোকের আবহে পালিত হয়। আনন্দঘন দিন মুহূর্তেই শোকে পরিণত হয়।
আজিজুর রহমানের মৃত্যুতে পরিবার-পরিজন ছাড়াও পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।