১১ আগস্ট ২০২৫, সোমবার — মানবতার সেবায় অসামান্য অবদান ও সমাজ উন্নয়নে নিরলস কর্মপ্রচেষ্টার এক বিশেষ উপহার সিভিআইসি গ্রুপ অব কোম্পানির পক্ষ থেকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, বাংলা একাডেমীর আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-কে বিশেষ উপহার প্রদান করা হয়।
এই উপহারটি প্রদান অনুষ্ঠানটি ছিল এক অনন্য আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সুধীজন। অনুষ্ঠানে উপহারটি তুলে দেন সিভিআইসি গ্রুপ অব কোম্পানির পরিচালক শেখ সিরাজুল ইসলাম এবং সিভিআইসি রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক (মার্কেটিং) ববি উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ দীর্ঘদিন ধরে মানব সেবায় নিবেদিত থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজের উন্নয়নে তাঁর কার্যক্রম ও অবদান ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই উপহার তাঁর কাজের যথার্থ স্বীকৃতি বহন করে এবং ভবিষ্যতে আরও অনুপ্রেরণা যোগাবে।
লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ উপহার গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। এই উপহার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সমাজের উন্নয়নে আমি আজীবন কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানটি শেষ হয় সম্মিলিত শুভেচ্ছা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা মাধ্যমে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত