দৈনিক পুঁজিবাজার। নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড-এর ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে আয়োজিত এ সভার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. কামরুজ্জামান খান সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মো. আব্দুল আহাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মো. সিরাজুল ইসলাম। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপকসহ ব্যাংকের শাখা ও উপশাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুজ্জামান খান উপস্থিত শাখা ও উপশাখা প্রধানদের লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। তিনি গ্রাহকসেবা উন্নয়ন, দৈনন্দিন কাজের দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগতভাবে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা পূরণের উপর জোর দেন।
সভায় ব্যাংকের অন্যান্য কৌশলগত দিক নিয়েও কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা জানান, বেসিক ব্যাংক ইতিমধ্যেই উন্নতির পথে অগ্রসর হচ্ছে এবং এর তারল্য পরিস্থিতি স্থানীয় ও বৈদেশিক মুদ্রা উভয় ক্ষেত্রেই সুদৃঢ় রয়েছে।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত