বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
আজ দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। তবে তামিম সকাল সাড়ে ১০টায় বিসিবি কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও শেষ দিনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। একসময় বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত আর প্রার্থী থাকলেন না তিনি।
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হবে।
পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে অনুষ্ঠিত হবে সভাপতি নির্বাচন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত