বাংলাদেশ স্কাউটস অ্যান্ড গাইড ফেলোশিপের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটস অ্যান্ড গাইড ফেলোশিপ (বিএসজিএফ)-এর উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর হাতিরঝিল এলাকায় এফডিসি বোটঘাট সংলগ্ন স্থানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএসজিএফ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল সামছ খান, BSP, afwc, PSC, PEng, PGD (অব:)।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুকুল আনোয়ার, যুগ্ম সম্পাদক এম এ ওয়াহেদ, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন ও মোঃ মুস্তফা কামাল। এছাড়াও জীবন সদস্য এম এস আলম, মোঃ হেদায়েত উল্ল্যাহ, মোঃ আবুল হাসেম সরদার, ডা. মমতাজ খানম সহ অন্যান্য সদস্যবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
বিএসজিএফ দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছে। সংগঠন সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের পরিবেশ ও সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।