ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
নুরুল ইসলাম উপজেলার কৈয়ার কোনা গ্রামের বাসিন্দা। তিনি সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগের পর তারা সোমবার বিকেলের মধ্যে নুরুল ইসলামকে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে। ফেরত আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত