সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির স্থানীয় নেতারা পাথর চুরিতে জড়িত থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে মুফতি ফয়জুল করীমকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। প্রায় এক বছর আগে ভোলাগঞ্জের পাথর নিয়ে এক মতবিনিময় সভায় মুফতি ফয়জুল করীম স্পষ্টভাবে সরকারের কাছে নিয়ন্ত্রিত পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার আহ্বান জানান এবং পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, পাথর একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ—এর অনিয়ন্ত্রিত উত্তোলনে পরিবেশের ক্ষতি হবে না, আবার পুরোপুরি বন্ধ করে স্থানীয় মানুষের কর্মসংস্থানও নষ্ট করা যাবে না। তবে পূর্ববর্তী সরকার পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে সামাজিক ও অর্থনৈতিক নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।
গাজী আতাউর রহমান বলেন, “শায়খে চরমোনাই-এর বক্তব্য ছিল নীতিগতভাবে সঠিক ও আইনগতভাবে বৈধ। কিন্তু সেটিকে বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।” তিনি দাবি করেন, সরকারের অনুমতি ও নজরদারির মধ্য দিয়ে পাথর উত্তোলনের ব্যবস্থা থাকলে পরিবেশ বিপর্যয় ও লুটপাট এড়ানো যেত।
তিনি অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে একদল অসৎ রাজনৈতিক ব্যক্তি প্রকাশ্যে পাথর লুট করেছে। “পাথর লুটের দায় প্রশাসনের, তারা সময়মতো কোনো ব্যবস্থা নেয়নি, এখন বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে,” বলেন তিনি।
ভবিষ্যতে ভোলাগঞ্জ, জাফলংসহ পাথরসমৃদ্ধ এলাকায় পরিবেশ রক্ষা ও স্থানীয় মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বাস্তবসম্মত নীতি প্রণয়নের আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত