নিউইয়র্কে গ্লোবাল এডুকেশন ডিনারে বিশেষ সম্মাননা পেলেন মুহাম্মদ ইউনূস

পুঁজিবাজার প্রতিবেদক
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে অনুষ্ঠিত দেয়ারওয়ার্ল্ডের বার্ষিক হাই-লেভেল গ্লোবাল এডুকেশন ডিনারে বিশেষ সম্মাননা পেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে ‘আনলক বিগ চেঞ্জ’ পুরস্কার দেওয়া হয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষার প্রসারে তার আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং দেয়ারওয়ার্ল্ডের চেয়ারম্যান সারা ব্রাউন। পুরস্কার প্রদানের সময় গর্ডন ব্রাউন ইউনূসকে আখ্যা দেন একজন বৈশ্বিক পথপ্রদর্শক হিসেবে। তিনি বলেন, “গত ৫০ বছরে বেসরকারি খাতে কোনো প্রকল্পই মানুষের দারিদ্র্য মুক্তিতে গ্রামীণ ব্যাংকের মতো অবদান রাখেনি।”
পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, “ঋণ মানুষের একটি মৌলিক অধিকার, যা খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতোই জরুরি।” তিনি আরও যোগ করেন, “আপনি যদি আর্থিক ব্যবস্থার দরজা খুলে দেন, তবে আর কোনো মানুষ গরিব থাকবে না। আমি ক্ষুদ্রঋণের সঙ্গে শিক্ষা যুক্ত করেছি, যাতে নারীরা নিশ্চিত করতে পারেন তাদের সন্তানরা স্কুলে যায়।”
তিনি প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, শিশুদের প্রাথমিক স্তর থেকেই সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার শিক্ষা দিতে হবে। আর বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এমন একটি স্থান, যেখানে শিক্ষার্থীরা ব্যবসাকে কল্যাণের শক্তি হিসেবে ব্যবহার করে মানবসমস্যা সমাধান করতে শিখবে।
এ অনুষ্ঠানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা জানানো হয়।